সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী সুবহানাল্লাহীল আজীমি ওয়া বিহামদিহী আস্তাগফিরুল্লাহ
অর্থ “ আল্লাহতায়ালার পবিত্রতা বর্ননা করিতেছি এবং তাঁর প্রশংসাগীতির সাথে তাঁকে স্মরন করছি, মহান আল্লাহতায়ালার পবিত্রতা বর্ননা করিতেছি এবং তাঁর প্রশংসা বর্ননার সাথে আল্লাহ তায়ালার নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি। ”
হুজুর সাঃ বলেন, এই দোয়া প্রত্যহ ফজর নামাজের পূর্বে বা পরে ১০০ বার করে পড়, সংসার দুনিয়া আপনা আপনি তোমার দিকে ফিরবে অর্থাত দুনিয়া তোমাকে হেয় ও লাঞ্ছিত অবস্থায় ধরা দিবে এবং এতদ্ভিন্ন আল্লাহতায়ালা এর একেকটি শব্দ হতে এক একেক জন ফেরেশতা তৈরী করে কেয়ামত দিবস পর্যন্ত তসবীহ পাঠে নিযুক্ত করে দিবেন উহার সমুদয় সোয়াব তুমি পাবে
এর মুল বক্তব্য হচ্ছে এস্তেগফার। বলাবাহুল্য গুনাহের কারনেই মানুষের রিজিকের সঙ্কীর্নতা এবং সকল প্রকার দুঃখ কষ্ট ও পেরেশানী ঘটে থাকে। ------->
অর্থ “ আল্লাহতায়ালার পবিত্রতা বর্ননা করিতেছি এবং তাঁর প্রশংসাগীতির সাথে তাঁকে স্মরন করছি, মহান আল্লাহতায়ালার পবিত্রতা বর্ননা করিতেছি এবং তাঁর প্রশংসা বর্ননার সাথে আল্লাহ তায়ালার নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি। ”
হুজুর সাঃ বলেন, এই দোয়া প্রত্যহ ফজর নামাজের পূর্বে বা পরে ১০০ বার করে পড়, সংসার দুনিয়া আপনা আপনি তোমার দিকে ফিরবে অর্থাত দুনিয়া তোমাকে হেয় ও লাঞ্ছিত অবস্থায় ধরা দিবে এবং এতদ্ভিন্ন আল্লাহতায়ালা এর একেকটি শব্দ হতে এক একেক জন ফেরেশতা তৈরী করে কেয়ামত দিবস পর্যন্ত তসবীহ পাঠে নিযুক্ত করে দিবেন উহার সমুদয় সোয়াব তুমি পাবে
এর মুল বক্তব্য হচ্ছে এস্তেগফার। বলাবাহুল্য গুনাহের কারনেই মানুষের রিজিকের সঙ্কীর্নতা এবং সকল প্রকার দুঃখ কষ্ট ও পেরেশানী ঘটে থাকে। ------->
আমরা কি পারি না দেশকে ভাল বেশে জীবন কে উৎসর্গ করে দিতে ? এ পৃথিবীতে অনেক মানীষী ছিলেন যাদের পরিচয় দেওয়ার মত কিছু ছিল না । তারপর ও তারা পৃথিবীর মানুষের হৃদায়ে স্থান করে নিয়েছেন, তারা পারল আর আমরা পারবো না সেটা সত্যই বেমানান দেখায়,তারা যে, মানুষের হৃদায়ে স্থান করে নিল তার একটি কারন আছে। সেটা হলো তাদের কোন লোভ লালোসা ছিল না। চলবে?
১। একজন জ্ঞানী ব্যক্তি যতটুকু পান , তার চেয়ে বেশি সুযোগ তৈরী করেন।
২। চোখের বদলে চোখ' এমন নীতি, পুরো জগৎকেই অন্ধ করে দেয়।
৩। কোনো একটি পুরাদস্তর অসুস্থ সমাজে খাপ খাইয়ে নেওয়া সুস্থতার কোনো পরিমাপক হতে পারে না
৪। বিবাহিত জীবনের প্রেম মানুষকে সত্যিকার মানুষ হতে সাহায্য করে।
৫। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত ,যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো ,
সেই তোমার দুঃখের কারণ হবে।
৬। আসমান ও জমিনের মালিকানা তো আল্লাহরই ,আর সবাইকে তারই কাছে ফিরে যেতে হবে ""
৭। বর্তমান সময়কে কাজের উপযুক্ত সময় মনে করবে |
৮। প্রতিভা আর প্রেরণা একই জিনিস |
৯।

১০। পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাবার জন্যই জন্মায় |টাকা-পয়সার কষ্ট নয় , মানসিক কষ্ট।
১১। রূপে মানুষের চক্ষু জুড়ায় ,কিন্ত গুন হৃদয় জয় করে।
১২। আমি কখনোই অতীতকে নিয়ে ভাবিত নই ,আমি কেবল ভাবি চিরস্থায়ী বর্তমানের কথা
১৩। আত্মহত্যা জীবনের সবচেয়ে কাপুরুষতার পরিচয় |
১৪। বড় হতে হলে সর্বাগ্রে সময়ের মূল্য দিতে হবে |
১৫। যখন আপনি আপনাকে বিশ্বাস করবেন ,তখনি জানবেন আপনি বাঁচার জন্য প্রস্তুত |
১৬। সন্দিহান হওয়া কোনো ভালো বিষয় নয় ,কিন্তু নিশ্চিত হওয়া পুরোপুরি আহাম্মকি
১৭। বিপর্যস্ত বোধ করা গর্বের বিনাশকারী |হয় একে ভুলে যাও , নতুবা একে ঠেকাও |
১৮। যে পাপ করে সে সাধারণ মানব, যে পাপ।
করার জন্য অনুতাপ ও দুঃখ করে সে সাধু ব্যক্তি, যে পাপের বড়াই করে সে শয়তান |
১৯। মানুষে বিশ্বাস হারানো উচিত নয় ,মানবতা হলো মহাসমুদ্র ,এর কোনো এক বিন্দু যদি দূষিত ও হয় , সমুদ্র তাতে দূষিত হয় না।
২০। আদর্শ হচ্ছে এমন এক প্রহরী ,যা মানুষকে সৎপথে চলতে শেখায়।
২১। জীবনে দুটো সময় কোন সিদ্ধান্ত নেয়া উচিত নয়।
খুব রাগান্বিত অবস্থায় এবং খুব আনন্দময় অবস্থায় এইদুটো সময়ে
সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার সম্ভাবনা ৯০ ভাগ।
২২। সৌন্দর্য যতই লুকাইত থাকুক না কেন ?একদিন তা অন্যের দৃষ্টি আকর্ষণ করবেই ।
২৩। হে ঈমানদারগণ ! তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় কর আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃতুবরণ করোনা **^**
২৪। ভালবাসা দিয়ে যারা ভালবাসা পায়না ,তাদের জীবন বড় দু:খের এবং যাতনার
২৫। যে লোক ধৈর্য ধরতে পারে , তার জন্য আনন্দ ও প্রশান্তি অপেক্ষা করে//
২৬। চলবে.............

0 Comment "আমরা কি পারি না দেশকেভাল বেশে সৎ কাজ করে জীবনটা কে উৎসর্গ করে দিতে ।"
Post a Comment