শাইখ সিরাজ স্যার জানাই অভিন্দন

শাইখ সিরাজ স্যার কে জানাই আন্তরিক ছালাম,এবং দোয়া করি মহান আল্লা যেন তাকে এবং তার পরিবারের সকলকে ছহিছালামতে রাখে। শাইখ সিরাজ স্যার সম্পর্কে যদি বাংলাদেশের কোন নাগরিককের কাছে জানতে চাওয়া হয় তবে সে এক বাক্যে বলিবে বাংলাদেশের সরকার ও বিরোধীদল দেশের জন্য কোন কাজ না করিলেও শাইখ সিরাজ স্যার উনাদের কাজ গুলি নিজের দায়িক্তে করে চলেছেন। বাংলাদেশে যদি নবেল দেওয়ার ব্যবস্থা থাকত তবে এ দেশের ১০০% জনগন শাইখ সিরাজ স্যার সমার্থন করিত বলে আমার বিশ্বাস।  মাননীয় স্যার আপনাকে অনুরোধ করিব আপনার মত একজনকে এই মুহুর্তে বাংলাদেশ দরকার। এই দেশটাকে বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়াতে হলে সৎ মানুষের প্রয়োজন। আমরা বাঙ্গলী জাতি আমরা কাউকে করি না ভয় ।






শাইখ সিরাজ স্যার

0 Comment "শাইখ সিরাজ স্যার জানাই অভিন্দন"

Post a Comment