প্রিয় মতৃভূমি আমার দেশ

এ পৃথিবীতে অনেক দেশ আছে যারা দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পেত না। সেই সব দেশে এখন আর অভাব নেই, কারণ তারা নিজেদের ভাগ্য নিজেরাই পাল্টে ফেলেছে,শুধু মাত্র পরিশ্রমের মাধ্যমে ও সততার কারণে তারা আজ সামনে এগুতে পেরেছে। কিন্তু আমরা এমনি এক জাতি আমাদের ভিতর শুধু হিংসা আর হিংসা,এই হিংসার কারনে আমাদের এ দেশ ও জাতি অনেক পিছে পড়ে আছে । আমরা কি? পারি না হিংসা বিদ্বেষ ভূলে এ দেশ ও জাতিকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে।প্রিয় ভাই ও বন্ধুরা আসুন আমরা সবাই মিলে হিংসা বিদ্বেষ ভূলে  এ দেশটাকে গড়ি।

  বাংলাদেশ ও দক্ষন করিয়া একই সময় স্বাধীনাতা লাভ করিয়াছে। কিন্ত স্বাধীনাতা পরবর্তী সময়ে আমাদের দেশ ও দক্ষন করিয়া কি এক অবস্থায় আছে।  কোথায় আমাদের উন্নয়ন কোথায় আমাদের জাতিস্বত্তা। আমদের দেশের মাটি সোনার চেয়ে খাঁটি, আমদের দেশের মাটিতে যে,সবই ফলে,ঐ দক্ষিন করিয়ার মাটিতে সব কিছু ফলে না, তাদের কে পাহাড় কেঁটে ফসল ফলায়,আর আমরা কত পিছে আছি সে দিকে আমাদের কারুর খেয়াল নেই।সত্যি আমরা হতভাগা জাতি,এ দেশ স্বাধীন হয়েছে ৪০ বছর ঠিকই কিন্ত এ দেশের মানুষ ও অর্থনীতির মুক্তি লাভ হয়নি আজও। আমাদের কি নাই, আমরা কি করতে পারিনা তার পর ও কেন আমাদের দেশের অর্থনীতির অবস্থা ভাল না। 

0 Comment "প্রিয় মতৃভূমি আমার দেশ"

Post a Comment