বাংগালী জাতি কখনও পরাধীনাতা মেনে নয়নি এবং কোন অপশক্তির কাছে মাথানত করিনি।বাংগালী জাতি অত্যন্ত সাহসী জাতি,বাংগালী অন্যায়ের প্রসচায় দেয় না। যার কারণে ১৯৭১ সালে মাত্র ৯ মাসে যুদ্ধ করে এ দেশ স্বাধীন হয়েছে। যে কারনে এই দেশ স্বাধীন করা হয়েছিল সেই স্বাধীনাতা আমরা আজও পাইনি। দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু আজও স্বাধীন হয়নি এদেশের মানুষ। যে কারনে এই দেশ স্বাধীন করা হয়েছিল সেই প্রতিজ্ঞার প্রতিশ্রুতি থেকে আমরা অনেক দূরে আছি,আমরা কি পারিনা মানুষ মানুষের জন্য কাজ করিতে । আমরা কি পারিনা এদেশের যারা দেশ পরিচানা করে তাদের উদর মন মানসিকতা হওয়া উচিত
0 Comment " "
Post a Comment