বাবা ও মা, এই দুইজনের ব্যাখ্যা দেওয়ার মত বিদ্যা ও জ্ঞান আমার নেই,বাবা এবং মা এর কারণে এই পৃথিবীতে আমার আপনার জন্ম। বাবা জন্ম দিয়েছে মা গর্ভে ধারন করেছে,তাদের কারনে সুন্দর এই পৃথিবীর আলো বাতাস আমারা গ্রহন করতে পারছি।আমি ব্যক্তিগত ভাবে বলতে চাই,যে বাবা হয়েছে সে বাবার দরদ বুঝে,যদি সন্তানের অসুখ হয় তবে বাবা মায়ের খাওয়া দাওয়া ঘুম কোন কিছুই তাদের ভাল লাগে না। এটা আগে বুঝতাম না এখন বুঝি কারন এখন আমার সন্তান আছে, তাই সন্তানের দরদ বুঝি।সন্তানের জন্য মায়ের কষ্টের কথা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মা,মাই মায়ের তুলনা শুধুই মা। ইসলামের দৃষ্টিতে মা বাবার স্থান সবার উপরে।মা বাবার সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার মত বিদ্যা আল্লাপাক আমার দেয়নি। এ পৃথিবীর মানুষকে অনুরোধ করিব কেহ মা ও বাবাকে কষ্ট দিও না দুনিয়াতে ও আখেরাতে শান্তি পাবে না। মায়ের পায়ের নিচে বেহেশ। এটা চির সত্য। এই পৃথিবীতে বিভিন্ন জাতি গুষ্ঠির ও গোত্রের মানুষ বাস করে সবাই জানে সূষ্ঠা একজন আছে। সূষ্ঠাকে পাওয়ার জন্য মুসলিম যারা তারা যায় পীর মুরশিদ এর নিকট। হিন্দুরা যায় ঠাকুরের নিকট কিন্ত সূষ্টকর্তা তার পবিত্র কালামে (আল- কোরানে) ঘোষণা করেছেন ।পিতা মাতার উপরে পীর / ঠাকুর এ পৃথিবীতে আর নেই।সুতারং পিতামাতার খেতমত কর বেশী বেশী চলবে.........
0 Comment "বাবা ও মা"
Post a Comment