মহাত্ব


মানুষ মানুষের জন্য এ কথাটা ধ্রুব সত্য,কিন্ত আমরা মানুষ হয়ে মানুষের উপকার হয়, এমন কোন কাজ বর্তমানে মানুষ করে বলে আমার মনে হয় না।সভ্য জাতি ও সভ্য মানুষ হিসাবে আমরা দাবি করি।কিন্ত আসলে আমরা কি সভ্য জাতি ও সভ্য মানুষ,গত ২২/৭/২০১০ইং তারিখে ডিসকভারীতে দেখলাম একটা বুনো হরিনের বাচ্চা একটা সিংহ ৭দিন ধরে নিজের দুধ খাওয়ে নিয়ে বেড়াতে লাগল । বড়ই অবাগ করা ব্যাপার,কিন্তু আমরা মানুষ কি পারি না মানুষের কল্যাণে কাজ করিতে।কেন এত হিংসা হানাহানি,পাঠক ভাইদের নিকট আমার আকুল নিবেদন,আপনার ধন, সম্পদ, জষ,খ্যাতি সবই আছে কিন্তু আপনি মারা গেলেন,এত কিছু রেখে গেলেন তাতে আপনার কি লাভ আছে। আপনি তো আর ভোগ করিতে পারবেন না এবং আপনার কোন উপকারে আসবে না।তাই সবাই কে বলিব মানুষের কল্যাণে কিছু করেন ।মানুষের ৩জন খুবই আপন বন্ধু আছে,কিন্তু মানুষ মারা গেলে সর্ব প্রথমে ঐ তিন জন কাছে থেকে চলে যাবে।১নং বন্ধু সম্পদ, ২নং বন্ধু তার আপন জন ,৩নং বন্ধ আত্বীয় স্বজন, আপনার সম্পদ যার পিছনে ছুঁটতে ছুঁটতে নাওয়া খাওয়া ঘুম সব কিছু যেন ভুলে গিয়ে,শুধু সম্পদের পিছনে ছুঁটে চলেছেন। সেই সম্পদ আজ আপনার কাছে থেকে সর্ব প্রথমে বিদায় নিল। তাই আমি সবাইকে বিনীত ভাবে অনুরোধ করিব আপনারা সম্পাদের পিছনে ছুঁটে না বেড়িয়ে আখেরাতের জন্য করেন,মৃত্যু আমাকে,আপনাকে কাউকে ছাড়বে না।
0 Comment "মহাত্ব"
Post a Comment