আমার সোনার বাংলা আমি তোমায় ভাল বাসি। বাংলায় আমার জন্ম, আমি বাংলায় গান গাই।বাংলা আমার খাঁটি সোনা,বাংলার নাই কোন তুলনা। এ বিশ্ব ভূবনে বাংলা নাই কোন তুলনা। বাংলার মাঠে গাটে কত যে, নাম না জানা ফুল ফোটে, তোমরা সবে যদি এ ফুল দেখতে চাও তবে সবাই মিলে বাংলাদেশে ভ্ররমন করে যাও।
0 Comment "আমার সোনার বাংলা"
Post a Comment